বেতাগী-পটুয়াখালী মহাসড়ক হইতে ঢালী গ্রাম পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন
2024-05-17
অদ্য 14 মে 2024 খ্রিস্টাব্দ Coastal Climate Resilient Infrastructure Project (CTCRP) প্রকল্প এ রোড প্যাকেজ বেতাগী পৌরসভার ৩নং ওয়ার্ডে বেতাগী-পটুয়াখালী মহাসড়ক হইতে ঢালী গ্রাম পর্যন্ত (আর সি সি) রাস্তার কাজের শুভ উদ্ভোদন করেন বেতাগী পৌরসভার সম্মানিত মেয়র, আরো উপস্থিত ছিলেন বেতাগী পৌরসভার সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জসীম উদ্দিন, কাউন্সিলার ও স্থানীয় জনগন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।