গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেশের সকল পৌরসভার ক্ষেত্রে শ্রেণীভেদে নিন্মেক্ত যে সকল ব্যবসায়ের জন্য ট্রেড-লাইসেন্স প্রদান করা হয় তা নিচে উল্লেখ করা হলো।
 
 
ক্ষুদ্র ও কুটির শিল্প (লিমিটেড কোম্পানী ব্যতীত), ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি  সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ও কোচিং সেন্টার, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম , ডায়াগনস্টিক সেন্টার, আবাসিক হোটেল, গেস্ট হাউজ, আড়ৎদার ব্যবসায়ী, রেস্তোরা, বিউটি পার্লার, সেলুন,  লন্ড্রি, মুদি, স্টেশনারী দোকান, ব্রান্ডেড পাইকার সামগ্রী, পরিবেশক, এজেন্সী, শে-রুম, মুদ্রন, ঔষুদ ও রাসায়নিক প্রতিষ্ঠান, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সামগ্রী, রড, সিমেন্ট, স্যানেটারি, টাইলস, হার্ডওয়্যার, কাঠবোর্ড, কমিউনিটি সেন্টার, ক্যাবল নেটওয়ার্ক, ওয়ার্কশপ, জুয়েলারি, কসমেটিকস, স্টুডিও, কাপড়, জুতার প্রতিষ্ঠান, এলপিজি গ্যাস সহ বিভিন্ন জ্বালানি দ্রব্য, স্পোর্টস সামগ্রীর দোকান, রেন্ট  এ কার, কুরিয়ার, অটোমোবাইল মেরামত, সার কীটনাশক ও বীজের প্রতিষ্ঠান ইত্যাদি।